বরেণ্য শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত হলেন । বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেল ১৪ই জুলাই ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়। পরে ১৮ই জুলাই টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। তার এক সপ্তাহ পর আমারও জ্বর জ্বর অনুভব হয়, তখন আমার টেস্ট করানোর পর পজিটিভ রেজাল্ট আসে। তবে এখন দুজনই সুস্থ আছেন। কিন্তু করোনার উপসর্গ দূর হয়নি।
তারা দু’তিন দিনের মধ্যে আবারো টেস্ট করাবেন জানান। মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি।
শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দুকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ফেরদৌসী মজুমদার পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।
Leave a Reply