শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

রানা প্লাজার মালিক সোহেল রানা ছয় মাসের জামিন পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৮ সময় দেখুন

ঢাকা, ০১ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১ অক্টোবর) হাইকোর্ট-এ বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন।

 

এর আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল সোহেল রানাকে একবার জামিন দিয়েছিলেন আদলত। তবে মুক্তির আগেই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

 

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ পোশাক শ্রমিক। আরও কয়েক হাজার শ্রমিক আহত হন।

 

সেসময় বিশ্বজুড়ে তোলপাড় হওয়া বড় ওই দুর্ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানা যশোরের বেনাপোল থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে সোহেল রানার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর