শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার নওগাঁ থেকে র‌্যাবের হাতে আটক

মোঃ সিহাবুল আলম সম্রাট-রাজশাহী
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৮ সময় দেখুন

মোঃ সিহাবুল আলম সম্রাট-রাজশাহী, ০৫ অক্টোবর  ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র‌যাব-৫ সদস্যরা। র‌যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর এই তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাঁকে নওগাঁ থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। তার নামে ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

 

আজ শনিবার সকাল দশটার দিকে র‍যাবের পক্ষ থেকে জানা যায়, ডাবলু সরকারের নামে কোন থানায় কতটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরে তাঁকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর