আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি সিহাবুল আলম সম্রাট জানান, আজ ২৩ সেপ্টেম্বর সোমবার ২০২৪ ইং সকাল ১০ ঘটিকায় রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটস্থ সেচ্ছাসেবী ফাউন্ডেশন “হিলফুল ফুজুল” এর উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
শিবপুর হাট জায়গিরপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহর কন্ঠে পবিত্র কুরআন থেকে তেলওয়াত এর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বক্তব্য রাখেন “হিলফুল ফুজুল” সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাঈদ হাসান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. নুর হোসেন নির্ঝর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও ইমাম মোঃ নাজমুল হোসেন, দুর্গাপুর হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুসা মিয়া, সেবা ফাউন্ডেশনের সদস্য মো: রবিউল আওয়াল আকাশ, মোঃ শামিম, ইশরাত আলী, মিশর, রাতুল, সাজ্জাদ, ইছা, রুকন, তুহিন, বাপ্পি, রবিন, মবিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির পরামর্শ মূলক বক্তব্য ও আলোচনা করেন, বৃক্ষ রোপনের উপকারিতা ও “হিলফুল ফুজুল” সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে এমন উন্নয়ন মূলক কাজের প্রশংসা ও অগ্রগতি কামনা করেন।
শেষে বৃক্ষ রোপন এর মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত করা হয়।
=============================================
সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভিতে ক্লিক করুন…….
#ঢাকা_টিভি
#ঢাকা_টিভি_সংবাদ
#তরতাজা_সংবাদ
#নববর্ষের_খবর
#altaf_mahmud
#dhaka_tv
#News
#Wolton_News
#রাজশাহীর_সংবাদ
#রাজশাহী
#পুঠিয়া
#শিবপুর
#হিলফুল_ফুজুল
#বৃক্ষ_রোপন
#সেমিনার
Leave a Reply