শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

রাজশাহীর চারঘাট হলিদাগাছিতে ডাল মিলে ডাকাতি

মোঃ সিহাবুল আলম সম্রাট-রাজশাহী
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০৫ সময় দেখুন

সিহাবুল আলম সম্রাট-জেলা প্রতিনিধি, (রাজশাহী), ০৭ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলার শতাধিক ডাল ব্যবসায়ী ও মিল মালিকদের মাঝে বিরাজ করছে ডাকাত আতঙ্ক। গত এক মাসের ব্যবধানে একই কায়দায় নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে ট্রাক ভর্তি করে লুট হয়েছে শত শত বস্তা ডাল। এবার চারঘাট উপজেলার হলিদাগাছীতে পারভেজ ডাল এন্ড সটিং মিলে ৫০০ বস্তা ডাল লুট হয়েছে বলে জানা গেছে। ৬ অক্টোবর রবিবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান মিলের নৈশ্যপ্রহরী ও মালিক।

পারভেজ ডাল অ্যান্ড সটিং মিলের মালিক মোঃ বাবর আলী ঢাকা টিভি কে বলেন, আমার ডাল মিল বানেশ্বর থেকে বাঘা যাবার যে রাস্তা সেই রাস্তা সাথেই অবস্থিত এ ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় এর আগেও অন্য এক মালিক থাকতে একবার ডাকাতি হয়েছে।এবার আমার পারভেজ ডাল অ্যান্ড সটিং মিলে গত ৬ অক্টোবর রবিবার দিবাগত রাত ৩টার দিকে কিছু সংখ্যক লোক এসে তার নৈশ-প্রহরীকে বেঁধে রেখে ৫শত বস্তার মত ডাল লুট করে নিয়ে গেছে যার বাজার মূল্য ৩০ লক্ষ্য টাকা। এ ধরনের ডাকাতির ঘটনায় তিনি খুবই আতঙ্কিত তিনি প্রশাসনের সাহায্য সহযোগিতা কামনা করেন।

এর আগে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে উত্তর পাশে আদর্শ ডাল মিলে (৮সেপ্টেম্বর)শনিবার দিনগত রাত ৩ টার দিকে ১০ থেকে ১৫ জন মুখশ পরা লোক মিলের সামনে এসে একই কায়দায় দুজন নৈশ প্রহরীকে বেঁধে ১৬০ বস্তা ডাল লুট করে নিয়ে যায়। যার বর্তমান মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানান তারা।

এ বিষয়ে মিল মালিক সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে এর প্রতিকার চেয়ে হাওয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন,মানুষের বাজারকে কেন্দ্র করে চারঘাট পুঠিয়ায় প্রায় তিনশটির মতো ডাবল মিল প্রতিষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১২০টি ডাল মিল বন্ধ হয়ে গিয়েছে। ১৮০টির মত ডাল মিল এখনো চালু রয়েছে। ডাল মিলে এ ধরনের ডাকাতিতে ডাল ব্যবসায়ীরা ব্যবসার প্রতি আস্থা হারাচ্ছে। তিনি ডাকাতির সঠিক তদন্ত ও প্রতিকার চান প্রশাসনের কাছে।

পারভেজ ডাল এন্ড সটিং মিলসে ডাকাতির ঘটনা সম্পর্কে চারঘাট থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন,এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর