শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চিটাগাংয়ের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৩ জানুয়ারি২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিপিএলে একদিনের ব্যবধানে বিপরীত চিত্রটাও দেখল দুর্বার রাজশাহী। গতকাল তাসকিন আহমেদের রেকর্ড ম্যাচে জয় পেলেও আজ হার নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। চিটিগাং কিংসের কাছে ১০৫ রানে হেরেছে তারা।

আসলে প্রতিপক্ষের রানের চাপটাই সহ্য করতে পারেনি রাজশাহী।

প্রথমে ব্যাট করে পাকিস্তানি ব্যাটার উসমান খানের সেঞ্চুরিতে ২২০ রানের লক্ষ্য দেয় চিটাগাং। নিজেদের তৃতীয় ম্যাচে এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে অলআউট হয় রাজশাহী।

ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে রাজশাহী। প্রথম ওভারের শেষ বলে শরিফুল ইসলামের বলে ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন সাব্বির হোসেন।

আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস অবশ্য ৩২ রান করে দলের হাল ধরার চেষ্টা করছিলেন। তবে ১৫ বলে ৩ ছক্কা ও ২ চারের ইনিংসটি থামিয়ে দেন তারই স্বদেশী মোহাম্মদ ওয়াসিম।

হারিসের আউটের আগে বিদায় নেন প্রথম দুই ম্যাচের দুটিতে ফিফটি পাওয়া এনামুল হক বিজয়ও। আজ ৮ রানেই থেমেছেন রাজশাহীর অধিনায়ক।

২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। পরে আর সেই চাপ সামলাতে পারেনি তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সর্বসাকুল্যে করতে পারে ১১৪ রান। এতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জয় পায় চিটিংগা।

এর আগে ১০৫ রানের জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস ও ‍কুমিল্লা ওয়ারিয়র্সও। এবারের বিপিএলে বন্দর নগরীর দলটির প্রথম জয়। চিটাগাংয়ের হয়ে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার আলিস আল ইসলাম। আলিসের মতো সমান ৩ উইকেট নিলেও আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি খরচ করেছেন ২৩ রান।

এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন উসমান। ৬ ছক্কা ও ১৩ চারে সাজানো ১২৩ রানের ইনিংস তার বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েই ২০২৩ বিপিএলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পাকিস্তানি ব্যাটার। তার ১৯৮.৩৮ স্ট্রাইকরেটের ইনিংসটির কল্যাণেই এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ ২১৯ রানের সংগ্রহ পায় চিটাগাং। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর