সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৫০ সময় দেখুন

আশরাফুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি-রাজবাড়ী, ২৩ জানুয়ারী ২০২২ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজবাড়ীর কালুখালীতে কাভার্ডভ্যানের চাপায় সায়মন মৃধা(৫) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাইমন মৃধা বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে। রোববার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সায়মন, তার মা সহ আরও কয়েকজন বাংলাদেশ হাট থেকে ইজিবাইক যোগে এসে বাড়ির সামনে মেইন রাস্তার ওপরে দাঁড়িয়ে ভাড়া দিচ্ছিলাম। এসময় সায়মন হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে আরেকটি কাভার্ডভ্যান এসে তার পায়ের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই সায়মনের মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা বলেন, নিহতের পরিবারের সদস্যরা হাইওয়ে ফাঁড়িতে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর