পুকুর, জলাশয় ও লেকের পানি দূষণের কারণে পানিতে অ্যামোনিয়া বৃদ্ধি পেয়েছে। যা মাছ চাষের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর তাই রাজধানীর জলাশয়ে দূষণ কমানোর তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ রবিবার বেলা ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের পর মেয়র এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা শহরের বিভিন্ন জলাশয়ের পানিতে অ্যামোনিয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অবৈধভাবে পয়ঃনিষ্কাশন লাইন জলাশয়ে ফেলাতে এ পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যামোনিয়া বেশি থাকলে মাছ চাষ করা সম্ভব হয় না। আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুকুর, জলাশয় ও লেকের পানি দূষণ বন্ধ করতে হবে।‘
Leave a Reply