শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

রাজধানীতে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় আটক ২৪৯জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৯৩ সময় দেখুন

ঢাকা, ০১ জুলাই ২০২১ইং (ঢাকা টিভি রিপোর্ট): করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হওয়ার অভিযোগে ২৪৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির একটি সূত্র বৃহস্পতিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির ওই সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ডিএমপির ওই সূত্রটি জানায়, বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পুলিশের বিভিন্ন চেকপোস্টের তল্লাশির পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।

ডিএমপির সূত্রটি জানায়, বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনা কারণে ঘোরাফেরা করায় ৭৩ জনকে গ্রেপ্তার ও ২৪৯ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের এবং ১০টি দোকানের কাছ থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে দণ্ডবিধির ধারা ২৬৯ অনুযায়ী প্রায় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন দেখতে বের হওয়ায় ৪৬টি গাড়ি রেকারিং ও ছয়টি গাড়ি আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর