বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

রাঙামাটি জেলার এতিম শিশুদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১১ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ৩১ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সোমবার সকালে ঈদের নামাজ আদায় করেই স্বপরিবারের সাথে চলেন রাঙামাটি সরকারি শিশু পরিবারে।এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

 

রাঙামাটি সরকারি শিশু পরিবারে বসবাসরত ১৭০ জন এতিম ও অসহায় শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় জেলা প্রশাসক।

 

 

পরে ঈদুল ফিতর উপলক্ষে ডিসি বাংলোতে তৈরি বিশেষ খাবার সকল শিশুদের মাঝে পরিবেশন করা হয়। জেলা প্রশাসকের উষ্ণ আতিথেয়তায় সকল শিশুইকেই আবেগাপ্লুত ও উৎসব মূখর পরিবেশের মধ্য দেখা গেছে। এসময় তিনি শিশুদের লেখাপড়ার খোজখবর এবং শিশুদের প্রতি যথাযথভাবে খেয়াল রাখতে তিনি সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা দেন।

 

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু পরিবারের সকল এতিম ও অসহায় শিশুদের মাঝে তিনি ঈদের সেলামী উপহার দেন।

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন ভুইয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইয়াসিন খন্দকার, নেজারত ডেপুটি কমিশনার শিব সংকর বসাক, রাঙামাটি সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সহ প্রমূখ কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর