মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

রাঙামাটিতে লিগ্যাল এইডের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৮ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “দ্বদ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা’নাই এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আজ সোমবার ২৮শে এপ্রিল সকালে রাঙামাটি বনরূপা হতে রাঙামাটি আদালত প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য রেলি হয়। উক্ত রেলির পরে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রাঙ্গামাটি চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শহিদুল ইসলাম,এতে আরো উপস্থিত ছিলেন  সিনিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ,  স, ম.শহিদুল্লাহ কায়সার,নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক মাহাব্বুর রহমান,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার,অবসরপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক আব্দুল্লাহ সাদি,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আলম শিরিন,সাবেক পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম,পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট প্রতিম রায় পাপ্পু,এ্যাডভোকেট রুমিনা খানম প্রমুখ।আইনগত সহায়তাপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানিক বড়ুয়া,প্রজ্ঞাশ্রী  চাকমা।

 

সভায় বলা হয়,লিগ্যাল এইড হচ্ছে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের আস্থার জায়গা।লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ অনেক সহজ ভাবে বিনা খরচে আইনগত সহায়তা পাচ্ছে। লিগ্যাল এইডের সেবার বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি এই সেবা পার্বত্য এলাকার মানুষের কাছে সরিয়ে দিতে সকলের সহায়তা কামনা করা হয়।

 

পরে সভায় সেরা আইনজীবী প্যানেল হিসেবে এ্যাডভোকেট শফিকুল ইসলাম সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর