তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে রাঙামাটি জেলা শহরের বনরুপা, তবলছড়ি, রিজার্ভ বাজারসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মুসলমানরা। জহরের নামাজ শেষ করে পুরাতন বাস ষ্টেশন শাপলা চত্বরে এসে এ বিক্ষোভ মিছিল সমবেত হয়।
সমাবেশে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইলি ফিলিস্তানি নাগরিকদের যেভাবে হত্যা করছে তা মানবতা বিরোধী। ইসরায়িলিরা ফিলিস্তিদের তাড়ানো হচ্ছে, অথচ ইসরায়িলিরা ফিলিস্তিনে বহিরাগত গোষ্ঠী। বক্তারা অবিলম্বে ইজরাইলে পণ্য বয়কটের ডাক দেন এবং হামলা বন্দে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply