শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

রশিদ খান এবার ব্রাভোর রেকর্ড ভেঙে ফেললেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বর্তমান ক্রিকেটবিশ্বে অন্যতম সেরা স্পিনার আফগানিস্তানের রশিদ খান। নিজের স্পিন ঘূর্ণিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই আফগান স্পিনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এতদিন ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। তবে এবার সেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন রশিদ খান।

 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলছেন রশিদ খান। গতকাল (মঙ্গলবার) পার্ল রয়্যালসের বিপক্ষে সেমিফাইনালে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এই ম্যাচের পর টি-টোয়েন্টিতে রশিদের উইকেটের সংখ্যা হয়েছে ৬৩৩। ব্রাভোর রয়েছে ৬৩১টি উইকেট। ব্রাভোকে ছাপিয়ে গেলেন রশিদ।

 

এই ৬৩৩টি উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ১৬১টি উইকেট নিয়েছেন রশিদ। বাকি ৪৭২টি উইকেট নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিভিন্ন দেশের লিগে খেলেন রশিদ। তার মধ্যে উল্লেখযোগ্য সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, সাসেক্স শার্কস, ট্রেন্ট রকেটস ও এমআই কেপ টাউন।

 

ব্রাভোর থেকে অনেক কম ম্যাচ খেলে তাকে টপকে গিয়েছেন রশিদ। ৪৬১টি ম্যাচে ৬৩৩টি উইকেট নিয়েছেন আফগান স্পিনার। তার বোলিং গড় ১৮.০৮। সেখানে ৬৩১টি উইকেট নিতে ৫৮২টি ম্যাচ খেলেছেন ব্রাভো। তার বোলিং গড় ২৪.৪০। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। তার উইকেটের সংখ্যা ৫৭৪। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা ৫৩১। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ৪৯২টি উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

 

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ৫ বোলার

 

রশিদ খান- ৬৩৩

ডোয়াইন ব্রাভো- ৬৩১

সুনীল নারাইন- ৫৭৪

ইমরান তাহির- ৫৩১

সাকিব আল হাসান- ৪৯২

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর