রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২২ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২২ মার্চ) সকালে চেম্বার অফ কমার্স ভবনে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী বাবর, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, সফিকুল ইসলাম চৌধুরী, মোঃ জসীম উদ্দিন, আবদুল কুদ্দুছ ও আবদুল মন্নান।

 

বরাবরের মত এ বছর ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে চাল ৪ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, সেমাই ১ কেজি, লিকুইড দুধ ১ কেজি এবং নুডলস।এতে মোট ২০০ দরিদ্র পরিবারকে এ ঈদ উপহার দেয়া হয়।

 

এ সময় সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন- ব্যবসায়ীদের প্রতি আমাদের অনুরোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য যাতে সাধারণ মানুষ ঈদের বাজারে স্বস্তি পায়।প্রতি বছর রমজান উপলক্ষে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি, যাতে অসহায় পরিবারগুলোও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। আমরা সকল বিত্তবানদের আহ্বান জানাই, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান।

 

পরে তিনি রাঙামাটি পার্বত্য জেলার সকল মুসলমানদের ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান এবং সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর