ঢাকা, ০৪ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর ফুলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।
আওয়ামী লীগ নেতা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, লুটপাটসহ বেশিকিছু অভিযোগ রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর যশোরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মিলনসহ আওয়ামী লীগের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর এ মামলা করেন।
Leave a Reply