বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান : লাউতালা বস্তিতে মিলল হ্যান্ড গ্রেনেড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫২ সময় দেখুন

ঢাকা, ২৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় বস্তিতে অভিযান চালিয়ে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে বিভিন্ন প্রকারের সাতটি গ্রেনেড পাওয়া যায়।

 

জানা গেছে, মোহাম্মদপুরের লাউতলা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে- একটি হ্যান্ড গ্রেনেড, তিনটি সাউন্ড গ্রেনেড ও তিনটি স্মোক গ্রেনেড। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। উদ্ধার আলামত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়।

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৪০ ফিট এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর