রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

মেসি-রোনালদো-এমবাপ্পের চেয়েও দ্রুত এগোচ্ছেন আর্লিং হলান্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সেই গোলমেশিনের নাম আর্লিং হলান্ড। ৫৫ মিনিটে সিটির একমাত্র গোলটি এসেছে তাঁর কাছ থেকে। আর এই গোলেই একটি তালিকায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলেছেন সিটির ২৪ বছর বয়সী স্ট্রাইকার। তালিকাটি হলো ক্লাব ফুটবলে মূল দলের হয়ে দ্রুততম ২৫০ গোলের তালিকা।

 

ক্লাব ক্যারিয়ারে ৩১৩তম ম্যাচে এসে ২৫০তম গোলের দেখা পেলেন হলান্ড, আর্সেনালের বিপক্ষে গোলটি দিয়ে। এ তালিকায় এত দিন দ্রুততম ছিলেন মেসি। ৩২৭ ম্যাচে ২৫০তম গোলের দেখা পান বার্সেলোনা ও পিএসজি মাতানো ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন কিংবদন্তি। তৃতীয় এমবাপ্পে একই মাইলফলকের দেখা পেয়েছেন ৩৩২ ম্যাচে।

 

দ্রুততম ২৫০ গোলের তালিকায় শুধু এই তিন খেলোয়াড়ই সাড়ে তিন শ ম্যাচের মধ্যে মাইলফলকটির দেখা পেয়েছেন। এ তালিকায় চতুর্থ যিনি, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইনের লেগেছে ৪৩০ ম্যাচ। পঞ্চম ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছে ৪৫১ ম্যাচ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর