রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজার আদালতে মামলা করেছেন তার বড় বোন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ১৮৮ সময় দেখুন

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আজ বুধবার সকালে তিনি মামলা করতে ঢাকা থেকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে আদালত মামলা গ্রহণ করে টেকনাফ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া র‌্যাবকে এই মামলার তদন্ত করতে বলেছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকতকে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর সিনহা রাশেদের বোন শারমিন সাংবাদিকদের জানান, থানায় মামলা করলে প্রক্রিয়া বিলম্বিত হতে পারে এজন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি তার ভাই হত্যার বিচার দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর