রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

মিসরের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি আদালতে মৃত্যুবরণ করলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ২৯০ সময় দেখুন

মিসরের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি আর নেই। সোমবার আদালতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মামলার শুনানির জন্য সোমবার মুরসিকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম চলা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

২০১৩ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনা সমর্থিত সরকার দেশটির ক্ষমতা নিলে আটক হন বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় যাওয়া মুরসি। সেই থেকে তিনি কারাগারেই ছিলেন।

মুরসির জন্ম ২০ আগস্ট ১৯৫১। তিনি ২০০০ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৫ সাল পর্যন্ত মিসরের সংসদে বহাল ছিলেন। এ সময়ে তিনি মুসলিম ব্রাদারহুডের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হন। ২০১১ সালে মুসলিম ব্রাদারহুড ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করলে মুরসি এর চেয়ারম্যান নিযুক্ত হন। মিসরের দুই পর্বের রাষ্ট্রপতি নির্বাচন, যেটি ২০১২ সালের মে ও জুনে অনুষ্ঠিত হয়, সে নির্বাচনে মুরসি এফজেপির মনোনীত প্রার্থী ছিলেন এবং উভয় পর্বেই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর