রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাবাদী ও ভণ্ড : বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ২১৪ সময় দেখুন

আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মিথ্যাবাদী ও ভণ্ড’। পাবনার ঈশ্বরদীতে ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গুলিবর্ষণ এবং বোমা হামলার মামলাকে মিথ্যা বলায় তার সমালোচনা করে এ কথা বলেন নাসিম।

নাসিম বলেন, ‘কত বড় ভণ্ড ও মিথ্যাবাদী হলে তিনি (ফখরুল) এ কথা বলতে পারেন। ঈশ্বরদীতে যখন বোমা হামলা এবং গুলি বর্ষণ হয়, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি, বিএনপির সন্ত্রাসীরা কত জঘন্য, কত ভয়াবহ। আজ ২৫ বছর পার হলেও এ ঘটনার বিচার হচ্ছে। শেখ হাসিনার বাংলাদেশে অন্যায় করে কেউ পার পাবে না।’

১৯৯৪ সালে ঈশ্বরদী স্টেশনে ট্রেন বহরে শেখ হাসিনার কামরায় গুলি ও বোমা হামলার দায়ে আগের দিন বিএনপির নয় জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনের ১০ বছরের কারাদণ্ডের আদেশ এসেছে।

তবে ২৫ বছর আগের এই ঘটনার জন্য মির্জা ফখরুল দায়ী করেছেন আওয়ামী লীগকেই। তার দাবি, সেদিন দলটির দুই পক্ষে গোলাগুলি হয়েছিল এবং এ কারণেই শেখ হাসিনার কামরায় গুলি লাগে।

উচ্চ আদালতের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘যেসব হত্যা, নির্যাতন মামলা উচ্চ আদালতে আছে, সেসব মামলার রায় দ্রুত ঘোষণা করুন।’

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোট হরতাল আহ্বানেরও সমালোচনা করেন নাসিম। উদ্দেশ্যে বলেন, ‘গ্যাসের দাম নিয়ে হৈচৈ করবেন না। হরতালের রাজনীতি ভোতা হয়ে গেছে। এ দেশের মানুষ হরতালের রাজনীতি পছন্দ করে না। হরতালের নামে বিশৃঙ্খলা করবেন না। সংসদে আসুন, এসব বিষয় নিয়ে আলোচনা করুণ। সংসদেই সব সমস্যার সমাধান করুণ।’

‘হরতাল ডেকে, জ্বালাও পোড়াও করে, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বিএনপি যখন গ্যাস বিক্রি করতে চেয়েছিল, তখন শেখ হাসিনা একমাত্র নেত্রী, যিনি তখন রুখে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনা গ্যাস বিক্রিকে প্রতিরোধ করেছেন। মার থেকে মাসির দরদ বেশি দেখাবেন না।’

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দার প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর