জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৩ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পাড় থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কাটার অভিযোগে ৩ মাটি কারবারিকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাদের জরিমানা করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন- উপজেলার পাকুল্যা গ্রামের সোহরাব আলীর ছেলে জাকির হোসেন শিপন (৩৫) ৪ লাখ, একই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে তারেকুল ইসলাম (২৬) ১ লাখ ও পার্শ্ববর্তী বাসাইল উপজেলার আরোহা গ্রামের শামসুল আলমের ছেলে সাত্তার মিয়ার (৩৭) ২ লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চলতি বছরের গত চার মাসে একাধিক মামলায় প্রায় ৯০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জামুর্কী ইউনিয়নের লৌহজং নদীর ঋষিঘাট, গুনটিয়া, বাদশার কুমসহ কয়েকটি স্থান থেকে মাটি কারবারিরা রাতের আধারে নদীর পাড় থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটিকেটে ড্রাম ট্রাকে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ওইসব এলাকায় অভিযান করেন। এসময় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটিকাটার সময় ওই তিন মাটিকারবারিকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। পরে ভ্রামমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ মাটি কারবারির কাছ থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply