জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২২ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ৩৮ জন মহিলার মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করেন
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি এ মতিন, ভাতগ্রামের আজাহারুল ইসলাম, ভাওড়ার মাসুদুর রহমান, তরফপুরের আজিজ রেজা ও বানাইলের আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন।
ইউএনও জানান, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।
Leave a Reply