শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

মির্জাপুরে পাওনা টাকার জন্য ভেকু মেশিন দিয়ে বসত বাড়ির মাটি কেটে নিল যুবদল নেতা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ  ১৯ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসত বাড়ির মাটি কেটে নিল এক যুবনেতা। এই অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলা আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে। বুধবার ভুক্তভোগী বাড়ির মালিক আজাহার গণমাধ্যম কর্মীদের কাছে তার এ কথা  জানান।

 

অভিযুক্ত যুবদল নেতা মাসুদ শিকদার আজগানা ইউনিয়নের খাড়াপাড়া গ্রামের সাগর শিকদারের ছেলে। ভুক্তভোগী আজহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন-ইট কেনার সময় মাসুদ শিকদার সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর রাখেন। পরে কি লিখছে তা আমি জানি না। আমি বাড়িতে না থাকায় গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আমার বসত বাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেয়।মাটি কেটে নেওয়ার পর সে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

 

জানা গেছে উপজেলা আজগানা গ্রামের আজহার (৩৫) ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। মাসুদ শিকদার কাছে থেকে বাকিতে কিছু ইট কিনেন। ইটের টাকা যথাসময়ে পরিশোধ না করতে না পারায় লোক লজ্জার ভয়ে আজহার বাড়ি ছেড়ে অন্যথায় অবস্থান করেন। এই দিকে ওয়াদা ও তারিখ অনুযায়ী ইটের টাকা পরিশোধ না করায়  মাসুদ শিকদার রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ি মাটি কেটে নিয়ে গেছেন বলে আজাহার অভিযোগ করেছেন।

 

যুবদল নেতা মাসুদ শিকদারের সাথে কথা হলে তিনি বলেন-চার বছর আগে আজহার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেই। সম্পত্তি টাকা চাইতে গেলে সে বাড়ির মাটি বিক্রি করার কথা বলে কয়েক দফায় আরো ৫০হাজার টাকা তার কাছ থেকে নেয়। কথা অনুযায়ী বাড়ির উঠানের মাটি কেটে নেয়া হয়েছে। এখন সে বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মাসুদ সিকদার জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর