শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

মির্জাপুরে ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৩ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১১ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে  দেশব্যাপী সকল দর্শনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ  শাস্তির দাবিতে ভিক্ষোভ মিছিল ও সমাবেশ।

 

মঙ্গলবার  (১১ মার্চ) সকাল ১১টায়  ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে  দেশব্যাপী সকল দর্শনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ  শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।

 

এর আগে, বেলা সাড়ে ১০ টা  থেকে শহরের কলেজ মাঠে  জড় হতে থাকেন, পরে ১১টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে  প্রতীকী ফাঁসির আয়োজন করেন। এ ছাড়া এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, রসি লাগলে রসি নে ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে আকিদা সংরক্ষণ কমিটি বলেন প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না, তা জানতে চান। এ ছাড়া অন্তর্বর্তী সরকার দলীয় সরকার না হওয়া সত্ত্বেও ধর্ষকদের কেন দ্রুত বিচার করতে পারছে না, তা জানতে চান।

 

সমাবেশ পরিচালনা করেন মাওলানা রিয়াদ মাহমুদ নাহিদ। সমাবেশে একে একে বক্তব্য রাখেন,মাও  আবুযর সাহেব ইমান ও  আকিদা সংরক্ষণ কমিটি, বেলায়েত হোসাইন সভাপতি অত্র ইউনিয়ন, হাফেজ মাওলানা মুফতি সাখাওয়াত খান অবরারী,হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল হক শিক্ষা সচিব দারুল হুদা বালিকা মাদ্রাসা। বলেন, আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতে আসিনি, মানুষের শরীরের কোনো একটা অঙ্গপ্রত্যঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি। শুধু শিশু আছিয়া নয়, তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা—এসব পরপর ঘটে আসা ধর্ষণ-নির্যাতনে আমরা প্রতিবাদও করতে পারিনি। আজকে আমাদের বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না। যে দেশে একটা শিশু সুগঠিত নারী হওয়ার আগেই ধর্ষিত হয়, সেই দেশ আমরা চাই না। ধর্ষকদের হাত গুঁড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না।

 

এ সময় সংগঠনের  সভাপতি  বলেন, প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর