জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২১ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে মিতু সরকার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিতু সরকার উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামের দীলিপ সরকারের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে এ উপজেলার আটঘড়ি গ্রামের দীলিপ সরকারের সঙ্গে গাজীপুর জেলার কাশিপুর গ্রামের মিতু সরকারের বিয়ে হয়। তাদের সংসারে স্পর্শ (১১) নামে এক কন্যা ও বিজু সরকার (৭) নামে পুত্রসন্তান রয়েছে। পেশায় স্বর্ণকার দীলিপ সরকার স্ত্রী ও সন্তানদের নিয়ে সোহাগপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সোমবার সকালে সকলের অজান্তে মিতু সরকার অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর বারোটার দিকে সেখানে তার মৃত্যু হয়। তবে কী কারণে মিতু সরকার অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছেন তা জানাতে পারেননি স্বামী দীলিপ সরকার।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজের সঙ্গে কথা হলে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply