রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

মিথ্যা সংবাদ প্রকাশ ও মহিলা মেম্বারের বিরুদ্ধে শ্রীনগরের কামারগাঁওয়ে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭২ সময় দেখুন

সুলাইমান মুন্সী-শ্রীনগর উপজেলা প্রতিনিধি (মুন্সিগঞ্জ), ২০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে এবং শ্রীনগরের ৮ নং ভাগ্যকুল ইউনিয়নের মহিলা মেম্বারের বিরুদ্ধে কামারগাঁওয়ে মানববন্ধন হয়েছে।

 

জানা যায়, শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের মোকার দোকান ও কামারগাও আইডিয়া হাই স্কুলের ঢাকা দোহার সড়কের উপর এলাকার লোকজন এবং  আবদুল বাড়ি খান সরকারী  প্রাথমিক ও কামারগাও আইডিয়াল হাইস্কুলের শিক্ষার্থিদের চলাচলের জন্য সড়কে ২টি বিট রয়েছে। এলাকাবাসী সহ  ভুক্তভূগীদের সড়কটি দিয়ে মাহেন্দ্র গাড়িতে বালু ভর্তি করে বেপরোয়া গতিতে চলাচলের কারনে এলাকা কালো ধুয়ায় আচ্ছাদিত হয়ে পড়ে। বালু সড়কে ছড়িয়ে ছিটিয়ে পরায় জনসাধারণের স্বাস্থ্যগত  ঝুঁকি হচ্ছে। এছাড়াও সড়ক দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই।

 

গত ১৩ মার্চ ২০২৫ইং তারিখে বালু বহন করা গাড়িগুলোর ড্রাইভারদেরকে সচেতন করার জন্য বলা হলে একই এলাকার মোঃ কামাল পিতা আউয়ালের বালুভর্তি গাড়ির চালককে বললে এ নিয়ে মোঃ শাওন,  রাসেল, সাজ্জাদের সাথে কথা কাটাকাটি হয়। কামাল খানের মাতা সহর ভানু ৮ নং ভাগ্যকুল ইউনিয়ানের মহিলা সদস্য তিনি ও  শাওনসহ অন্যান্যদের সাথে তর্কে জড়িয়ে  পরে।

 

এই কথা কাটাকাটিকে মিথ্যাভাবে রুপ দিয়ে সহর ভানু  ও কামাল খানের বিরুদ্ধে গত ১৭ মার্চ দৈনিক সভ্যতার আলো নামক পত্রিকায় বালু ব্যবসায়ী কামাল খানের কাছে চাঁদা দাবি করেছে বলে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

 

এ নিয়ে উভায় পক্ষের মধ্যে ব্যপক উত্তেজনা বিরাজ করছে। মিথ্যা সংবাদ প্রকাশ ও মহিলা মেম্বারের বিরুদ্ধে গ্রামবাসি এক মানববন্ধন করে। এ মানববন্ধনে মহিলাসহ শতাধিক গ্রামবাসি অংশ নেয়।

 

মিথ্যা সংবাদ প্রকাশ ও মহিলা মেম্বারের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য গ্রামবাসির পক্ষে বক্তব্য রাখেন-শাওন, রাজীব, মশিউর রহমান, উজ্জ্বল, সোহাগসহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর