শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

মাহমুদউল্লাহ ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন অসুস্থ ছেলেকে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ৩১ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুর ধাক্কা সামলে ২৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে দলকে ৪ উইকেটের জয় এনে দেন তিনি।

 

টস হেরে প্রথমে ব্যাট করে দুর্বার রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৭ রান। বড় লক্ষ্য তাড়ায় বরিশাল ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। মাহমুদউল্লাহর সঙ্গী হয়ে ফাহিম আশরাফও অপরাজিত থেকে ২১ বলে ৫৪ রান করেন।

 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ তার ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেন অসুস্থ ছেলেকে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলে রাইদ গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি। এই পুরস্কার আমি তাকে উৎসর্গ করছি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই দেখা করব। বাবা তোমাকে ভালোবাসে।’

 

দলের সাফল্যের পেছনে সবার অবদান তুলে ধরতে ভুলেননি মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘দলের জন্য এমন ইনিংস খেলার সুযোগ দেয়ার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা আমাদের জন্য দারুণ একটা শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে ভালো খেলা গুরুত্বপূর্ণ ছিল। এটা পুরোপুরি টিম ওয়ার্কের ফলাফল।’

 

উদ্বোধনী ম্যাচে এমন জয়ের পর ফরচুন বরিশাল আত্মবিশ্বাসী হয়ে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে বলেই ধারণা। মাহমুদউল্লাহর এই পারফরম্যান্স দলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর