রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় দলে খেলাটা প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। তবে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পাশাপাশি বিদেশি লিগে খেলাটা প্রায় প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন। আর বাংলাদেশের নারী ফুটবলারদের সেই স্বপ্নটা তো আরও বেশি। আর সেই স্বপ্ন পূরণে ভুটানের ক্লাবে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের দুই নারী ফুটবলার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা।

 

তবে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) প্রথমে তাদের বিদেশের লিগে খেলার ছাড়পত্র দিতে চায়নি। পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করে দুজনকেই অনুমতিপত্র দিয়েছে ফেডারেশন। দুইজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন।

 

ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৫ এপ্রিল থেকে। প্রায় ৬ মাস ধরে চলে এই লিগ। ঈদের আগেই থিম্পুতে যেতে পারেন বাংলাদেশের দুই ফুটবলার। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে ঈদের পরে যেতে পারেন তারা। তবে ভুটানে লিগ চলাকালীন অবস্থায় যদি তারা জাতীয় দলের ক্যাম্পে ডাক পান, সেক্ষেত্রে তাদের ফিরে আসতে হবে ঢাকায়।

 

এ ব্যাপারে ফেডারেশনের সহ-সভাপতি সংবাদমাধ্যমে বলেছেন, ‘মাসুরা ও রুপনার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছি আমরা। ভুটান প্রথমে এই দুজনকে চেয়েছে। আমরা বলেছি ঠিক আছে। পরে ওরা স্ট্রাইকার চায়। তবে এখনও কোনও নাম দেয়নি আমাদের কাছে।’

 

জানা গেছে, ট্রান্সপোর্ট ইউনাইটেডের চেয়ে ভুটারেন অন্য একটি ক্লাব মাসুরাকে বেশি অঙ্কের প্রস্তাব দিয়েছিলো, কিন্তু মাসুরা তাতে রাজি হননি। তার কাছে টাকার অঙ্ক নয়, খেলার সুযোগ পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

 

এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া লিগে খেলেছেন সাবিনা খাতুন। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের। তারই ধারাবাহিকতায় গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে গিয়েছিলেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর