শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) বিশেষ অভিযানে বিভিন্ন দেশের ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৫ জনই বাংলাদেশি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমস।

 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ বেশ কয়েকটি সংস্থা।

 

সংবাদমাধ্যমটি বলছে, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে গ্রেপ্তার ৫০৬ জনের মধ্যে ৪৪৮ জন পুরুষ এবং ৫৮ জন নারী। গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি ছাড়াও নেপালের রয়েছেন ১২৪ জন। তবে আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। নারীদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ান এবং বাকি ১৮ জন হলেন নেপালের নাগরিক।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বেশিরভাগেরই বৈধ পরিচয়পত্র ছিল না, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকে প্রবেশ পাসের শর্ত লঙ্ঘন করেছিল, অথবা তাদের কাছে মালয়েশিয়ার সরকার কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো নথি ছিল না।

 

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া শাবান অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। তাদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর ১৬ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৩ হাজার ৮৭০টি অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

 

মহাপরিচালক জাকারিয়া শাবান আরও বলেন, চলতি বছর জেআইএম- এর ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত মোট ৫২ হাজার ৩১৮ জন ব্যক্তির বিরুদ্ধে তদন্তের পর এই গ্রেপ্তার করা হয়েছে।

 

অন্যদিকে, দেশটির অন্যান্য সংস্থাও ৮ হাজার ৮০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করেছে, যার ফলে ১৬ এপ্রিল পর্যন্ত আটককৃত মোট অবৈধ অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৮৬ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর