রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

মার্ভেলের ৩ সিনেমা নতুন বছর মাতাবে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ সময় দেখুন

বিনোদন ডেস্ক,০৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্ভেল সিনেমা ইউনিভার্স প্রতিবারই নতুন সিনেমা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করে। এই সিনেমাগুলো শুধু বিশ্বব্যাপী বক্স অফিসে সাফল্য অর্জন করে না, বরং প্রতিটি চলচ্চিত্র নতুন গল্প ও চরিত্র উপস্থাপন করে ভক্তদের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতার সারথি হয়ে ওঠে। তারই পরিপ্রেক্ষিতে এ বছর দর্শক মাতাতে আসছে মার্ভেলের তিন সিনেমা।

 

থান্ডারবোল্টস জেক শ্রেয়ার পরিচালিত ‘থান্ডারবোল্টস’ সিনেমায় দেখা যাবে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি দলকে, যাদের সিআইএ এবং মার্কিন সরকারের জন্য মিশন পরিচালনা করতে ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডি ফন্টেইন নিয়োগ করে। পুরো সিনেমা জুড়ে এই দলটিকে দেখা যাবে মার্কিন সরকারের হয়ে বিভিন্ন মিশনে অংশগ্রহণ করতে। ছবিটিতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পুগ, ডেভিড হারবার, সেবাস্তিয়ান স্ট্যান, রাচেল উইজসহ আরও অনেকে। সিনেমাটি আগামী ২ মে মুক্তি পাবে।

 

ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড জুলিয়াস ওনাহর পরিচালনায় নির্মিত সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর ট্রেলার এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। এদিকে প্রথমবারের মতো এই সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে।

 

ছবিটির গল্পে দেখা যাবে, ইউএস প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা সরকারি সামরিক পদে নিয়োগের ডাক পান। তবে স্যাম উইলসন ‘অ্যান্থনি ম্যাকি’ দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্কের বিরুদ্ধে, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার কাহিনি। ম্যাকির পাশাপাশি এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন ড্যানি রামিরেজ নতুন ‘ফ্যালকন’, কার্ল লাম্বলি ‘আইজায়াহ ব্র্যাডলি’, শিরা হ্যাস ইসরায়েলি ‘সাবরা’, জিয়ানকাতলো এসপোসিতো ‘সাইডওয়াইন্ডার’, লিভ টাইলার ‘বেটি রস’, টিম ব্লেক নেলসন স্যামুয়েল ‘স্টার্নস দ্য লিডার’ হিসেবে পর্দায় উপস্থিত হবেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

 

দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ ম্যাট শাকম্যান পরিচালিত ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ’ সিনেমাটি একটি আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র, যা ১৯৬০ সালে প্রকাশিত মার্ভেল কমিকসের সুপারহিরো দল ‘ফ্যান্টাস্টিক ফোরের’ ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। ছবিটির গল্পে দেখা যাবে রেট্রো-ফিউচারিস্টিক পৃথিবীতে ফ্যান্টাস্টিক ফোর তাদের বাড়িকে রক্ষা করছে মহাজাগতিক সত্তা গ্যালাকটাস এবং রহস্যময় হেরাল্ড সিলভার সার্ফার দ্বারা গ্রাস হওয়া থেকে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকেল, ভেনেসা কিরবি, জোসেফ কুইনসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ২৫ জুলাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর