শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

মাফলারে মুখ ঢাকলেন গাজী, হাসলেন শাজাহান-ইনু-মেনন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ১৭ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।আজ (মঙ্গলবার) সকালে তাদের হাজির করা হয়।শুনানি ও আদালতের কার্যক্রম শেষে দুপুরে আবারও তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এ সময় বিমর্ষ দেখা গেছে নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।তবে বেশ হাসিখুশি ছিলেন হাসিখুশি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সরেজমিনে দেখা যায়, প্রথমে গোলাম দস্তগীর গাজীকে প্রিজনভ্যানে তোলা হয়।তিনি বিমর্ষভাবে প্রিজনভ্যানের দিকে এগিয়ে যান। মাফলার দিয়ে মাথা ও মুখ ঢেকে রাখেন তিনি।দুই পাশ থেকে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা গাজীকে ক্যামেরার দিকে তাকানোর জন্য ডাকলেও তিনি সাড়া দেননি।

এদিকে ট্রাইব্যুনাল থেকে বের করে শাজাহান খানকে দুই পুলিশ সদস্য নিয়ে যান প্রিজনভ্যানের সামনে। প্রিজনভ্যানে হেঁটে যাওয়ার সময় শাজাহান খান তার ডান পাশে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে উচ্চস্বরে হাসাহাসি করে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রশ্ন করেন, শাজাহান ভাই কেমন আছেন? জবাবে তিনি তাদের সালাম দেন এবং ভালো আছেন বলে হাসতে হাসতে প্রিজনভ্যানে উঠেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর