শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

মাদ্রিদ ডার্বিতে নাটকীয় টাইব্রেকার শেষে রিয়ালের জয়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৩ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফুটবলে রিয়াল মাদ্রিদ মানেই যে কেন রোমাঞ্চ বলা হয় তা ফুটবল বিশ্ব আরেকবার দেখল। সেইসাথে এবারও ইউরোপের মঞ্চে তাদের গল্পটা চলল একই ছন্দে—অবিশ্বাস্যভাবে, কিন্তু যেন এক অদৃশ্য নিয়তির বিধানে। চ্যাম্পিয়ন্স লিগ মানেই যে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ অ্যাগ্রিগেট স্কোরে ম্যাচ শেষ হলেও, শেষ হাসিটা হাসল লস ব্ল্যাঙ্কোস-ই, এক বিতর্কিত টাইব্রেকারে।

 

বুধবার (১২ মার্চ) অ্যান্টোনিও রুডিগারের শীতল স্নায়ুর পেনাল্টিতেই নিশ্চিত হলো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের টিকিট। অথচ এই ম্যাচটা হতে পারত ভিনিসিয়ুস জুনিয়রের দুঃস্বপ্নের রাত! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পেনাল্টি মিসটা হতে পারত মাদ্রিদের সর্বনাশের কারণ। তবে রিয়াল মাদ্রিদ কি কখনও এমন হেরে যেতে পারে? না, ভাগ্য বরাবরই তাদের সহায়, আর সেখানেই লেখা হলো নতুন এক মহাকাব্যের অধ্যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে নিশ্চিত হল রিয়ালের কোয়ার্টার ফাইনালের টিকিট।

 

তবে ঘরের মাঠ মেট্রোপলিটানোতে ম্যাচ শুরু হতে না হতেই অ্যাথলেটিকো ঝাঁপিয়ে পড়ল, মাত্র ২৭ সেকেন্ডেই গোল! থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেন ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘের। রিয়ালের ডিফেন্স তখনও যেন ঘুমের রাজ্যে। পুরো প্রথমার্ধেই কার্লো আনচেলত্তির দল ছন্দ খুঁজে পাচ্ছিল না। অ্যাথলেটিকো একের পর এক আক্রমণে জানিয়ে দিল—এই ম্যাচ তাদের সহজে ছাড়া নেই!

 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য রিয়াল নিজেদের ঝাঁকিয়ে নেয়। এবং মোক্ষম সুযোগটা এসেই যায়—এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় অ্যাথলেটিকো। ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে এলেন পেনাল্টি নিতে এবং সবাইকে অবাক করে দিয়ে মিস করলেন।

 

এরপর থেকে খেলা হয়ে যায় ধীরগতির। রিয়াল বেশি বল দখলে রাখলেও, অ্যাথলেটিকোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময়েও একই দৃশ্য—দুই দলই সুযোগ পায়, কিন্তু কেউই শেষ সুযোগ কাজে লাগাতে পারে না। একটাই পথ খোলা ছিল—পেনাল্টি শুটআউট!

 

শুটআউটের শুরুতেই অ্যাথলেটিকোর জুলিয়ান আলভারেজ বড় ভুল করে বসলেন—বল মারতে গিয়ে দুইবার স্পর্শ করে ফেললেন! এরপর লুকাস ভাসকেজ সুযোগ হারালেন, কিন্তু অ্যাথলেটিকোর মার্কোস লরেন্তে তাদের ভাগ্যের শেষ কফিনে পেরেক ঠুকে দিলেন—বলটি বারে মেরে।

 

এরপরই এল রিয়ালের চিরচেনা মঞ্চ। শেষ শট নিতে এলেন অ্যান্টোনিও রুডিগার। গোলরক্ষক ওবলাক ডান দিকে ঝাঁপিয়ে হাতে লাগালেও, তার হাত ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে গেল। আর এতেই অ্যাথলেটিকোর বিদায় আর রিয়াল কোয়ার্টারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর