রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয় সরকারি কর্মকর্তাদের ওপর ব্যাট দিয়ে হামলা চালালেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪৮২ সময় দেখুন

সরকারি কর্মকর্তাদের ওপর ক্রিকেট ব্যাট দিয়ে হামলা চালালেন ভারতে ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে, মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। ইন্দোরে এমন হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ইন্দোর-৩ আসনের বিধায়ক আকাশ ক্রিকেট ব্যাট দিয়ে প্রহার করছেন সরকারি কর্মকর্তাদের ওপর। এ হামলায় তিনি ও তার সমর্থকরা জড়িত। প্রকাশ্য দিনের আলোতে পুলিশ ও টেলিভিশন ক্রুদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটে।

আজ বুধবার ধীরেন্দ্র বায়াস ও অসিত খেরে’র নেতৃত্বে গানজী কম্পাউন্ড এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় মিউনিসিপ্যাল করপোরেশনের একটি দল। সেখানে তাদের মুখোমুখি হন আকাশ বিজয়বর্গীয় ও তার সমর্থকদের। এ সময় ওই অভিযানের টিমকে সরাসরি হুমকি দিতে শোনা যায় আকাশকে। তিনি বলেন, আপনাদেরকে ৫ মিনিটের মধ্যে চলে যেতে হবে। যদি না যান, তাহলে যা ঘটবে তার জন্য আপনারা দায়ী থাকবেন।

কয়েক মিনিটের বাতবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় তা। এ সময় আকাশ বিজয়বর্গীয় হাতে ক্রিকেট ব্যাট নেন। তিনি তা নিয়ে সরকারি ওই দুই কর্মকর্তার ওপর হামলা চালান। তাকে বিরত রাখার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর