সরকারি কর্মকর্তাদের ওপর ক্রিকেট ব্যাট দিয়ে হামলা চালালেন ভারতে ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে, মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। ইন্দোরে এমন হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ইন্দোর-৩ আসনের বিধায়ক আকাশ ক্রিকেট ব্যাট দিয়ে প্রহার করছেন সরকারি কর্মকর্তাদের ওপর। এ হামলায় তিনি ও তার সমর্থকরা জড়িত। প্রকাশ্য দিনের আলোতে পুলিশ ও টেলিভিশন ক্রুদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটে।
আজ বুধবার ধীরেন্দ্র বায়াস ও অসিত খেরে’র নেতৃত্বে গানজী কম্পাউন্ড এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় মিউনিসিপ্যাল করপোরেশনের একটি দল। সেখানে তাদের মুখোমুখি হন আকাশ বিজয়বর্গীয় ও তার সমর্থকদের। এ সময় ওই অভিযানের টিমকে সরাসরি হুমকি দিতে শোনা যায় আকাশকে। তিনি বলেন, আপনাদেরকে ৫ মিনিটের মধ্যে চলে যেতে হবে। যদি না যান, তাহলে যা ঘটবে তার জন্য আপনারা দায়ী থাকবেন।
কয়েক মিনিটের বাতবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় তা। এ সময় আকাশ বিজয়বর্গীয় হাতে ক্রিকেট ব্যাট নেন। তিনি তা নিয়ে সরকারি ওই দুই কর্মকর্তার ওপর হামলা চালান। তাকে বিরত রাখার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।
Leave a Reply