‘কলঙ্ক’-এর চলতি বছরে বলিউডের আরেকটি তারকাবহুল ছবি ‘মিশন মঙ্গল’। যেদিন থেকে এই ছবির কথা ঘোষণা হয়েছে, দর্শকদের মধ্যে বেড়েছে কৌতূহল ও উত্তেজনা। সেই কৌতূহলকে আরও খানিকটা উসকে দিতে এবার নির্মাতারা নিয়ে আসলেন ছবির প্রথম টিজার।
৪৫ সেকেন্ডের এই টিজারে পাওয়া যাবে ISRO-এর বিজ্ঞানীদের জীবনের এক ঝটতি ঝলক। ২০১৪ সালের মঙ্গলযান অভিযানের উপরেই তৈরি হয়েছে এই ছবি।
এ ছবিতে একই ফ্রেমে দেখা যাবে অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, শরমন যোশী, নিত্যা মেনন এবং কীর্তি কুলহারিকে। এই ছবি দিয়েই বলিউডে পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন জগন শক্তি।
আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে ‘মিশন মঙ্গল’। ওই একই দিনে মুক্তি পাবে ‘বাহুবলী’ তারকা প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ এবং জন আব্রাহাম ও ম্রুনাল ঠাকুর অভিনীত ‘বাটলা হাউস’। তাই জমপেশ লড়াই দেখার অপেক্ষায় বলিউড।
Leave a Reply