শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেল ব্রাজিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২১ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ম্যাচের সময় তখন শেষ চলছে যোগ করা সময়ের শেষ দিকের খেলা, ফলাফল প্রায় নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগোচ্ছে। কলম্বিয়ার জমাট রক্ষণে ব্রাজিলের আক্রমণগুলো থমকে যাচ্ছে একের পর এক। কিন্তু ফুটবল এমন এক খেলা যেখানে এক মুহূর্তই বদলে দিতে পারে সবকিছু—আর সেটাই করে দেখালেন ভিনিসিয়ুস জুনিয়র! বাঁ দিক থেকে দুর্দান্ত এক দৌড়ে বিপজ্জনক জায়গায় ঢুকে এক শট নিলেন, যা কোনোভাবেই আটকাতে পারলেন না কলম্বিয়ান গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। বল জালে জড়াতেই গর্জে উঠল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়াম। রোমাঞ্চ, উত্তেজনা আর স্বস্তির মিশেলে ব্রাজিল তুলে নিল এক মহাগুরুত্বপূর্ণ জয়!

 

শুক্রবার (২১ মার্চ) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ১৩তম রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে রাফিনহার পেনাল্টি গোলে এগিয়ে গেলেও, প্রথমার্ধের শেষ দিকে লুইস দিয়াজ সমতা ফেরান। এরপর ম্যাচজুড়ে চলল টানটান উত্তেজনা, যার শেষ লিখলেন ভিনিসিয়ুস নিজের নায়কোচিত গোল দিয়ে।

 

ব্রাসিলিয়ায় খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। নিজেদের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই প্রথম থেকেই আধিপত্য ধরে রাখার চেষ্টা করছিল সেলেসাওরা। খেলার মাত্র চতূর্থ মিনিটে কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা, যা থেকে গোল করতে ভুল করেননি রাফিনহা। তার বাঁকানো শটে কোনো সুযোগই পাননি কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাস।

 

গোল হজমের পরেও আত্মবিশ্বাস হারায়নি কলম্বিয়া। বরং নিজেদের খেলায় মনোযোগ ধরে রেখে আক্রমণের ধার বাড়াতে থাকে তারা। ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের একটি ভুল পাস কাজে লাগিয়ে কলম্বিয়ার তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ দুর্দান্ত এক শটে ৪১তম মিনিটে সমতা ফেরান।

 

প্রথমার্ধের শেষে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকে কলম্বিয়া। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে তারা বেশ কিছুবার ব্রাজিলের রক্ষণে হানা দেয়।

 

এই অর্ধে ঘটে যায় এক শঙ্কার মুহূর্ত—কলম্বিয়ার ডেভিনসন সানচেজ ও ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার মাথায়-মাথায় সংঘর্ষে গুরুতর আহত হন। মাঠেই বেশ কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর দুজনকেই মাঠ ছাড়তে হয়, যা কিছুটা দুশ্চিন্তায় ফেলে ব্রাজিলকে।

 

ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখন মনে হচ্ছিল দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নিচ্ছে। কিন্তু ফুটবল যে শেষ বাঁশির আগ পর্যন্ত শেষ নয়, তা প্রমাণ করে দিলেন ভিনিসিয়ুস!

 

যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে বাঁ দিক থেকে বল পেয়ে দুর্দান্ত এক দৌড়ে প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে যান ভিনিসিয়ুস জুনিয়র। তারপর দুর্দান্ত এক শটে কলম্বিয়ার গোলরক্ষককে পরাস্ত করে নিশ্চিত করেন ব্রাজিলের নাটকীয় জয়।

 

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সাময়িক সময়ের জন্য দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে, ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া নেমে গেছে ষষ্ঠ স্থানে, তবে এখনও বিশ্বকাপে খেলার সুযোগের মধ্যে রয়েছে তারা।

 

তবে ব্রাজিলের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ—২৫ মার্চ তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার, মনুমেন্টাল স্টেডিয়ামে। এই ম্যাচের আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলুদ কার্ড এর কারণে নিষিদ্ধ হওয়ায় কিছুটা দুর্বল হতে পারে ব্রাজিলের স্কোয়াড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর