ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতে বিনামূল্যে করোনা ভাইরাস পরীক্ষা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, জাতীয় এই দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিরও।
তাই সরকারের এটা নিশ্চিত করা উচিত যে, সরকার পরিচালিত ও বেসরকারি ডায়াগনোসস্টিক সেন্টার উভয় স্থানেই বিনামূল্যে করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে। এখন যদিও সরকারি হাসপাতালগুলোতে করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে বিনামূল্যে, কিন্তু বেসরকারি ল্যাবগুলোতে এ জন্য হাঁকা হচ্ছে সাড়ে চার হাজার রুপি পর্যন্ত।
Leave a Reply