করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রণব মুখার্জী। এক টুইট বার্তায় নিজেই একথা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। নিয়েছে।
প্রণব মুখার্জী জানিয়েছেন, অন্য চিকিৎসা করার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর সেখানে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি টুইট করে জানিয়েছেন, গত এক সপ্তাহের মধ্যে তার সংস্পর্শে যারা এসেছেন তারা সকলেই যেন আইসোলেশনে থাকেন এবং যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেন।
ভারতে এর আগে বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বেশ কয়েকজন রাজনীতিবীদ করোনায় আক্রান্ত হয়েছেন।
Leave a Reply