শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

ভারতের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড জয়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৬ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আয়ারল্যান্ডকে পেলেই যেন রেকর্ড গড়তে পছন্দ করে দলগুলো। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের পাঁচটির চারটিতেই প্রতিপক্ষ হিসেবে আছে আইরিশ মেয়েদের নাম। এর মধ্যে তিনবারই নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের পর এবার ভারতও রেকর্ড গড়েছে আইরিশদের বিপক্ষে। সর্বোচ্চ দলীয় সংগ্রহের পর বড় ব্যবধানের জয়ও পেয়েছে স্মৃতি মান্ধানার দল। এতেই ৩ ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল ভারত।

 

রাজকোটে আগে ব্যাটিং করা ভারত তোলে ৫ উইকেটে ৪৩৫ রান। নিজেদের ওয়ানডে ইতিহাসে যেটা সর্বোচ্চ দলীয় পুঁজি ভারতের। দুই ওপেনারই পেয়েছেন সেঞ্চুরি ছোঁয়ানো ইনিংসের দেখা। ম্যাচটিতে আবার জিতেছেও রেকর্ড ব্যবধানে তারা। সফরকারীদের ১৩১ রানে আটকে দিয়ে ৩০৪ রানের জয় তুলে নেন মান্ধানারা।

 

ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু এনে দেন প্রাতিকা রাওয়াল ও মান্ধানা। ২৩৩ রানের জুটিতে রেকর্ড সেঞ্চুরি তুলে দেন ভারতীয় অধিনায়ক। ৭০ বলে তুলে নেন প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন তিনি। ১৩৫ রান করা এই ব্যাটারকে থামিয়ে আইরিশদের ব্রেক থ্রু এনে দেন ওরলা প্রেন্ডারগাস্ট। ৮০ বলে ১২ চার ও ৭ ছক্কায় থামেন তিনি। রিচা ঘোষকে সঙ্গী করে ১০৪ রানের আরেকটি জুটি উপহার দেন আরেক ওপেনার প্রাতিকা। সেঞ্চুরির পর দেড়শ পেরোনো ইনিংস খেলে থামেন তিনি। ফ্রেয়া সারগেটের শিকার হওয়ার আগে ১২৯ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৫৪ রান করেন তিনি। আইরিশদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ভারত তোলে ৪৩৫ রানের পাহাড়সম পুঁজি। এরপর রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে আইরিশরা। ১১ জনের মধ্যে ৭জনই দুই অঙ্ক ছুঁতে পারেনি তাদের। ভারতের বোলিং তোপে ১৩১ রানে থেমেছে তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর