বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেছেন। রবিবার মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে নিজের পদত্যাপত্র জমা দিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের ১৪ জন বিধায়ক।

 

জানা গেছে, রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে ব্যর্থ হয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। প্রায় দুই বছর আগে রাজ্যে যে জাতিগত সংঘর্ষ শুরু হয়েছিল, তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘদিন ধরেই তার পদত্যগের দাবি তুলে আসছিলেন বিরোধী নেতারা। অবশেষে সেই পথেই হাঁটলেন বীরেন।

 

এদিকে রাজ্যপালের হাতে পদপত্র তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন বীরেন। তিনি জানিয়েছেন, হাজার-হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ রোধ ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, দ্রুত সীমান্ত সুরক্ষিত করার মতো বিষয়ের ওপরে অগ্রাধিকার দিতে হবে।

 

এর আগে শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন বীরেন।

 

এদিকে কংগ্রেসের দাবি, সবকিছু ধ্বংসের পরে পদত্যাগ করেছেন বীরেন। রাজ্য কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, ‘সবকিছু ধ্বংস করে দেওয়ার পরে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে কোনও লাভ হবে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর