আজ ২১ জুন শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ১ হাজার ৮১৮ টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব বা অর্থবিত্তের পরিচয়ই কাজে আসবে না।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘২৪ টিম তদন্ত করে রিপোর্ট দিয়েছে, তারা ১৮১৮ বাড়িতে অনিয়ম পেয়েছে। অনিয়ম পাওয়া এই বাড়িগুলোর মালিক অনেক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে রিপোর্ট করা হবে এটা অনেকে ভাবেননি। আমি সেই রিপোর্ট সংগ্রহ করেছি। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজউককে নির্দেশ দিয়েছি। এখানে একটা বাড়িকে ছাড় দেওয়া হবে না। কোনো এমপি ও মন্ত্রীর বাড়ি এবং আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি হলেও ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
Leave a Reply