সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

বৈদেশিক ঋণের চাপ কমাতে উপদেষ্টাদের বেতন-ভাতা কমানো হোক : বাংলাদেশ ঐক্য পার্টি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২ সময় দেখুন

ঢাকা, ১৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার (১৬ মার্চ) রাজধানীর ফার্মগেইটস্থ বাংলাদেশ ঐক্য পার্টির কার্যালয়ে ‘দেশ গঠনে সাংবাদিক ও পুলিশের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় দেশকে বৈদেশিক ঋণমুক্ত করতে কৃচ্ছতা অবলম্বনের প্রথম ধাপ হিসেবে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বেতন-ভাতা অর্ধেক করার দাবি জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি। পাশাপাশি দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরের জন্য ১৬ দফা দাবি জানানো হয়েছে।

 

দলটির নেতারা অভিযোগ করে বলেন, যারা সরকারে আসেন তারা দেশের সমস্যা সমাধানের চেয়ে নিজেদের আখের গোছানোতে বেশি ব্যস্ত থাকায় দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরও এতো বেতন ভাতা তাদের নেওয়ার প্রয়োজন নেই। তাই দেশকে বৈদেশিক ঋণমুক্ত করার জন্য কৃচ্ছতাসাধনের প্রথম পদক্ষেপ হিসেবে উপদেষ্টাদের বেতন ভাতা অর্ধেকে নামিয়ে আনা উচিত।

 

ঐক্য পার্টির পক্ষ থেকে দেশের সবাইকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার পাশাপাশি সকল মতপার্থক্য অক্ষুন্ন রেখে সর্বজনীন বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে ঐক্য পার্টির পক্ষ থেকে যে ১৬টি দাবি উপস্থাপন করা হয়। তা হলো-

 

১। চিকিৎসা সেবা জাতীয়করণ করতে হবে।

 

২। পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করাসহ পুলিশ সংস্কার আইন প্রণয়ন করতে হবে, যাতে পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুততম সময়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণসহ উন্নত দেশের মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্ৰহণ করতে পারে।

 

৩। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতপূর্বক আলাদা মন্ত্রণালয় স্থাপন করে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে হবে ।

 

৪। অসহায় ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসনসহ দেশকে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে হবে। ৫। বিভাগীয় শহরগুলোকে পরিচ্ছন্ন নগরী হিসেবে ঘোষণা করতে হবে।

 

৬। দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে।

 

৭। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে বাক-স্বাধীনতায় ভূমিকা রাখতে পারে তার জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতসহ তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করতে হবে।

 

৮। দেশকে ঋণমুক্ত করার লক্ষ্যে সকল উপদেষ্টাদের বেতন-ভাতাদি অর্ধেক করত: অপরিকল্পিত প্রকল্প ব্যয় কমিয়ে আনতে হবে।

 

৯। প্রকৃত অপরাধী ব্যতিত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সকল অপরাধে জিরো টলারেন্স দেখিয়ে দ্রুত বিচারকার্য সম্পন্ন করতে হবে।

 

১০। দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি কমিশন গঠন করতে হবে।

 

১১। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং কৃষি বিল্পব ঘটানোর লক্ষ্যে কৃষিখাত জাতীয়করণ করতে হবে।

 

১২। দেশ ও জনগণের স্বার্থে বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি, কিন্তু যেসব দল/ব্যক্তি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের দ্বারস্থ হচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে আইন পাস করতে হবে।

 

১৩। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর অনাকাঙ্ক্ষিত ব্যবহার রোধে দেশের সব স্টেকহোল্ডারদের নিয়ে জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে।

 

১৪। পরীক্ষিত সৎ পেশাজীবী ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। তা না হলে সংস্কারে তেমন কাজ হবে না। পুলিশ ও বিচার বিভাগ ব্যতিত স্বাধীন তদন্ত কমিশন সকল অপরাধে তদন্ত করবে, যার আলোকে বিচার কাজ সম্পন্ন হবে।

 

১৫। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের শিল্পকারখানা স্থাপনে আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

১৬। গণপরিবহন সেবা জাতীয়করণ করতে হবে।

 

বাংলাদেশ ঐক্য পার্টির ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র মুহাম্মদ আবদুর রহীম চৌধুরীর সঞ্চালনায় এবং পার্টির ভাইস চেয়ারম্যান ডা. ওয়ালিউর রহমান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পার্টির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, ভাইস চেয়ারম্যান অ্যাড. শেখ লালন আহমেদ, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, মেজর জেনারেল আমসা আমিন, কর্নেল মো. জাকারিয়া হোসেন, লে. কর্নেল হাসিনুর রহমান, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, অ্যাডভোকেট প্রতিভা বাকচী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর