সুলাইমান মুন্সী-শ্রীনগর (মুন্সিগঞ্জ), ০৩ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সমগ্র বাংলাদেশর কওমী নেছাবের বেফাক বোর্ড-এর অধিনে একযোগে শুরু হচ্ছে। এতে অংশগ্রহণ করবে লক্ষাধিক কমলবতি ছাত্র/ছাত্রী। মাদ্রাসা শিক্ষা দুটি ভিন্ন সিলেবাস রয়েছে। আলিয়া এবং কওমি বোর্ড। বেফাকের সিলেবাস অনুযায়ী আজ ৩ফেব্রুয়ারি ২০২৫ইং থেকে ১০ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ পর্যন্ত ইবতিদাইয়া, মুতাওয়াসসিতা, সানাবিয়া উলিয়া, ফযীলত। ৫ম, ৭ম, শরেবেকায়া, মেশকাত, দাওরায় হাদিস-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। যা ৩/০২/২০৫, ৪/০২/২০২৫, ৫/০২/২০২৫, ৬/০২/২০২৫, ৭/০২/২০২৫, ৮/০২/২০২৫, ৯/০২/২০২৫, ১০/০২/২০২৫ইং তারিখ সকাল ৯-৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২-৩০ মিনিট পর্যন্ত বিরামহীন ভাবে ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক ভাবে নেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ধারাবাহিক অংশগ্রহণ করবে দারুল উলূম সিদ্দিকিনয়া মহিলা মাদরাসার ৫ ম ও ৭ ম শ্রেণির ১৬জন ছাত্রী। চারিপারা মহিলা মাদরাসা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল শিক্ষক, অভিভাবকগন ব্যস্ত সময় পার করছে। তাদের আশা দীর্ঘদিন পর হলেও পরীক্ষায় ফিরলো তাদের প্রিয় সন্তান। আজকের পরীক্ষা কেন্দ্র। চারিপারা জামিআ উম্মে কুসুম ও রহিমাতুজ নিসা মহিলা মাদরাসার শ্রীনগর, মুন্সীগঞ্জ। কেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিটে দেখা গেল পরীক্ষার্থীগন আগ্রহের সাথে পরীক্ষায় অংশ গ্রহন করছে।
Leave a Reply