রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়মে পরিবর্তন আসতে পারে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২২ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ বলা হয় টেস্টকে। সময়ের পরিক্রমায় সাদা পোশাকের ক্রিকেটে দৈর্ঘ্যরে বিস্তৃতি থাকায় অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তা ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের আকর্ষণে বুঁদ হওয়া সমর্থকরা টেস্ট ক্রিকেট থেকে দিন দিন আগ্রহ হারাচ্ছে।

 

ক্রীড়াপ্রেমীদের আগ্রহ ফেরানোর লক্ষ্যে আইসিসি চালু করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে তিন বছরের চক্রে সেরা দুদল ফাইনাল খেলে। ইতিমধ্যে দুই কিস্তির ফাইনালও হয়ে গেছে, অপেক্ষায় তৃতীয় আসর। সেটি হওয়ার আগেই চতুর্থ আসরের পরিকল্পনার ছক আঁকছে আইসিসি।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও আকর্ষণীয় করতে পরের চক্রে পয়েন্ট বণ্টনে বদল আনার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এমন সংবাদই জানিয়েছে পিটিআই ও ইংল্যান্ডের একটি জাতীয় দৈনিক।

 

আগামী মাসে আইসিসির বোর্ড মিটিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম বদলের আলোচনা হতে পারে। প্রস্তাব অনুযায়ী নতুন করে পয়েন্ট তালিকায় যোগ হতে পারে বোনাস পয়েন্ট। এটা অনুমোদন হলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৫-২৭) এর প্রভাব পড়বে।

 

আগের চক্রে টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই হলে ৬ আর ড্রয়ে ৪ পয়েন্ট ছিল। তবে নতুন চক্রে ১০০ রানের বেশি ব্যবধানে জয় বা ১০ উইকেটের জয় পেলে যোগ হতে পারে বোনাস পয়েন্ট। একইভাবে প্রতিপক্ষের মাঠে জিতলেও যোগ হবে পয়েন্ট। আবার ছোট দলগুলো যদি বড়দের হারায় বোনাস পয়েন্ট যোগ হতে পারে তাতেও।

 

কোনো দল যদি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে, তাকেও দেওয়া হতে পারে বোনাস পয়েন্ট। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সাবেক এক ক্রিকেটার পিটিআইকে বলেন, ‘এমনটা হলে তো ভালোই। দলগুলো ভালো ফলাফলের জন্য মুখিয়ে থাকবে। আমরা সবাই চাই ভালো খেলা দেখতে।’

 

তিনি আরও যোগ করেন, ‘গত বছর ভারতে এসে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। দেশের মাটিতে ভারত অপ্রতিরোধ্য। সেই ভারতকেই হারিয়েছে নিউজিল্যান্ড। এ জন্য বোনাস পয়েন্ট পেলে ফাইনালেও খেলতে পারত কিউইরা।’

 

বোনাস পয়েন্ট যোগ হলে বাংলাদেশের কী লাভ হবে? এবারের চক্রে বাংলাদেশ টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মাটিতে। নিয়মটা আগে চালু থাকলে প্রতিপক্ষের মাঠে জেতায় বোনাস পয়েন্ট পেত বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই মাটিতে ১০ উইকেট হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সে ক্ষেত্রেও বোনাস পয়েন্ট যোগ হতো বাংলাদেশের ঝুলিতে।

 

এর অর্থ প্রতিপক্ষের মাঠে বড় ব্যবধানে জয়ের সামর্থ্য আছে শান্তদের। তাই বোনাস পয়েন্ট চালু হলে তাতে লাভই হওয়ার কথা। তবে নতুন চক্রে সেই ধারাবাহিতা বজায় রাখতে পারলেই নতুন নিয়মের সুফল ভোগ করবে দেশের ক্রিকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর