বিমানবন্দরে গুলিসহ গ্রেপ্তার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ জামিন পেয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম হিমেল চন্দ্র ম-ল পাঁচশত টাকা মুচলেকায় আগামী ১৫ জুলাই পর্যন্ত এ জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি আসামির পক্ষের আইনজীবী আব্দুল মোতালেব নিশ্চিত করেছেন।
এর আগে এদিন সকাল ৯টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি ও ম্যাগজিনসহ তাকে আটক করা হয়। এরপর বেলা ৩টার দিকে তাকে ঢাকা সিএমএম আদালতে একটি জিডিমূলে হাজির করা হয়।
আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়, রেদোয়ান আহমেদ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করেন। ওই সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে ব্যাগের মধ্যে একটি পিস্তলের ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের রেদোয়ান আহমেদ জানান, পিস্তলের ম্যাগজিন ও গুলি তার লাইসেন্স করা পিস্তলের। যা ভুলবশত তিনি তার ব্যাগে রেখেছিলেন।
বিমানবন্দরটি কেপিআই ভুক্ত এলাকা। এখানে পূর্ব ঘোষণা ছাড়া পিস্তলের ম্যাগজিন ও গুলি নিয়ে ভেতরে প্রবেশের উদ্দেশ্য কী এবং আসামি কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত আছে কি না সেই বিষয়ে জোর তদন্ত অব্যাহত আছে। এমতাবস্থায় আসামিকে জেলহাজতে আটকের আবেদন করা হলেও আদালত তাকে জামিন দিয়েছে।
Leave a Reply