শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

বিপিএলে মাশরাফীর খেলা নিয়ে যা জানাল সিলেট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অধিকাংশই ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন। তবে সিলেট স্ট্রাইকার্স শিবিরে অনুপস্থিত একজন গুরুত্বপূর্ণ নাম—মাশরাফী বিন মোর্ত্তজা।

 

সাবেক এই অধিনায়ক বর্তমানে বিপিএলে খেলার মতো পর্যাপ্ত ফিট নন। যদিও সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, মাশরাফি ফিটনেস ফিরে পেলে তাকে দলের বিবেচনায় রাখা হবে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ ইমন বলেন, ‘মাশরাফী এখনো স্কোয়াডে আছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি ফিট থাকে এবং খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে, তাহলে অবশ্যই তাকে আমরা দলে রাখব।’

 

মাশরাফী সর্বশেষ মাঠে নামেন এ বছরের এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেন। অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সিলেট স্ট্রাইকার্স তাকে দলে ভেড়ালেও এখন তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

কোচ ইমন আরও বলেন, ‘মাশরাফীর ফিটনেস নিয়ে আমরা কথা বলছি। প্রস্তুত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে যতক্ষণ পর্যন্ত ও ফিট না হয়, আমরা অন্য কাউকে বিবেচনা করব না।’

 

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের নাম আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইমন। দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে। এখন দেখার বিষয়, মাশরাফী এই আসরে অংশ নিতে পারবেন কি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর