স্পোর্টস ডেস্ক, ২০ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৯০ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলারদের তোপে ধুঁকছে ক্যারিবিয়ান ব্যাটাররা। ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ব্রান্ডন কিংকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর জাস্টিন গ্রিভসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান।
এরপর নিকোলাস পুরান ও জনসন চার্লস মিলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। ৩৮ রানের জুটি গড়েন তারা। এর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। পুরান ১০ বলে ১৫, জনসন ১৮ বলে ২৩ ও রস্টন চেজ খালি হাতে ফিরে যান। ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
Leave a Reply