ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাহরাইনে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মুসলিম উম্মাহর বৃহত্তর উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। আজ রবিবার দেশটির মোহাররক শহরের বুসাইটিন ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
আজ রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে দেশটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায় স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করে বিশেষ আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর।
ঈদ জামাতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply