শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী গ্রেপ্তার হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ১৪ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম গ্রেপ্তার করেছেন।

 

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলা করে দুদক। সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪–এর ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয় মামলায়।

 

এর আগে গত বছরের আগস্টে এস কে সুর পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।

 

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের ২৯ মার্চ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।

 

এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নেন বলে অভিযোগ আছে।

 

এছাড়া এস কে সুরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।

 

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন শেষে আবারো অবসরে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর