রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

বরগুনায় রিফাত হত্যার ঘটনায় এজারভুক্ত আসামি চন্দন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৪২৫ সময় দেখুন

বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় চন্দন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চন্দন এজারভুক্ত ৪ নং আসামি। আজ চন্দনকে গ্রেপ্তার করার কথা জানান বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ। তিনি বলেন, বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করতে র‌্যাব, পুলিশ ও যৌথ অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে, রিফাত হত্যায় আটজনের নাম উল্লেখসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের বাবা দুলাল শরীফ। বরগুনা সদর থানায় এই মামলা দায়ের করা হয়।

বুধবার দুপুরে বরগুনার কলেজ সড়কে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী নয়ন ও রিফাত ফরাজী। বিকাল ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর