রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

বড় বোনের বড় পর্দায়, ছোট বোনের ছোট পর্দায় অভিষেক হতে যাচ্ছে আগামী কাল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২০ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): সম্পর্কে তারা আপন দুই বোন। একজন মেহজাবীন চৌধুরী আরেকজন মালাইকা চৌধুরী। এর মধ্যে মেহজাবীন চৌধুরীর ছোট পর্দার ক্যারিয়ারের বয়স দেড় দশক। নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ তিনি।

তবে বছর কয়েক হলো ব্যস্ত বড় পর্দা নিয়ে। সেই বড় পর্দায় আগামীকাল অভিষেক হচ্ছে তার। প্রায় ২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

এদিকে তার ছোট বোন মালাইকা চৌধুরীরও কাল প্রচারিত হবে প্রথম টেলিভিশন নাটক।

বেশ কয়েক দিন আগে হয়েছেন নাটক ‘সন্ধিক্ষণ’-এর শুটিং। নাটকে অভিনেতা জোভানের বিপরীতে কাজ করেছেন তিনি। শুটিং সূত্রে অনেকেই সেই খবর আগেই জেনেছেন। তবে ছোট বোন কেমন অভিনয় করেছেন সেটাই জানা যাবে কাল। অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন।

বিষয়টি নিয়ে মালাইকা এর আগে গণমাধ্যমকে বলেছেন, ‘অনেকেই বলে আপুর সঙ্গে আমার চেহারা ও কণ্ঠের মিল রয়েছে। বিষয়গুলো আমি নিজেও খুব উপভোগ করি। তবে আমার নিজের কাছে কখনো আপুর সঙ্গে চেহারা ও কণ্ঠের মিল মনে হয়নি।’

তবে দুই বোনকে নিয়ে দর্শকদের কনফিউজড হওয়ার বিষয়টি উপভোগ করেন মালাইকা।

তিনি বলেন, ‘আমার মজা লাগে, দর্শকরা কনফিউজড হয়। দুজনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। সেসব মন্তব্যও পড়ি। আমার কাছে ভালোই লাগে পুরো বিষয়টা।’

নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকার ভাষ্য, ‘প্রথমে আমি জানতাম না নাটক অভিনয় করব। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।’

জানা যায়, আগামীকাল ২০ ডিসেম্বর চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সন্ধিক্ষণ’। এর গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী এবং এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর